চার ম্যাচ নিষিদ্ধ গ্যাব্রিয়েল

175

দুবাই, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে উদ্দেশ্য করে সমকামী মন্তব্য করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গাব্রিয়েলকে চার ওয়ানডে ম্যাচে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এছাড়াও ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন ২২ গজে বাক-বিতান্ডায় জড়িয়ে পড়েন ইংল্যান্ডের অধিনায়ক রুট ও গাব্রিয়েল। এসময় স্টাম্পের মাইকে রেকর্ড হয় তাদের বাক-বিতন্ডা। রুটকে উদ্দেশ্য করে গ্যাব্রিয়েল কি বলেছেন তার রেকর্ডে ধরা পড়েনি। তবে রুটকে ‘সমকামী হওয়া দোষের কিছু নয়’ বলতে শোনা গেছে।
‘ব্যক্তিগত অপব্যবহার’ বিষয়ক আইসিসি আচরণ বিধির লেবেল টু’র ২ দশমিক ১৩ ধারা ভঙ্গের দায়ে গাব্রিয়েলের বিরুদ্ধে এ শাস্তিমুলক ব্যবস্থা নেয় আইসিসি।
আইসিসির ২ দশমিক ১৩ ধারায় বলা আছে- অপমানজনক কোন ভাষা, অশ্লীল-আক্রমণাত্মক কোন কিছু ব্যবহার করা যাবে না।
চার ম্যাচ নিষিদ্ধ হওয়ায়, ইংল্যান্ডের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চারটিতে খেলতে পারবেন না গাব্রিয়েল।