বাসস ক্রীড়া-১৪ : রোমে ফুটবল সমর্থকদের বিবাদে ছুরিকাহত : রিপোর্ট

125

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-ইউরোপা-সেভিয়া-ল্যাৎসিও
রোমে ফুটবল সমর্থকদের বিবাদে ছুরিকাহত : রিপোর্ট
রোম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস/এএফপি) : আসন্ন ইউরোপা লীগের ম্যাচকে সামনে রেখে সেভিয়া ও ল্যাৎসিওর সমর্থকরা গতকাল বিবাদে জড়িয়েছে। এ সময় রোমে অন্তত তিনজন সমর্থক ছুরিকাহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে ইতালীয় গণমাধ্যম।
দৈনিক লা রিপাবলিকার রিপোর্টে বলা হয়েছে, ইউরাপো লীগের বৃহস্পতিবারের ম্যাচকে সামনে রেখে বুধবার হাঙ্গামায় জড়িয়ে তিন ব্যক্তি আহত হয়েছে। এদের দুইজন স্পেনের ও একজন আমেরিকার নাগরিক। স্থানীয় একজন বার মালিক পত্রিকাটিকে বলেছে,‘ কাঁচ ভাঙ্গা ও চিৎকার শুনে আমরা যখন জানালা দিয়ে বাইরে তাকালাম, তখন দেখলাম মাথায় হুড পরিহিত লাঠি ও সশস্ত্র একদল ক্লাব সমর্থক অন্যদের মারধর করছে।’
এতে বলা হয় মন্টির ওই সংঘর্ষে অন্তত অর্ধ শতক লোক জড়িত ছিল, পরে দাঙ্গা পুলিশ এসে তাদের ছত্র ভঙ্গ করে দেয়।
এদিকে সংঘর্ষে আহতের সংখ্যা চারজন বলে উল্লেখ করেছে ক্রীড়া বিষয়ক দৈনিক গাজ্জেত্তা ডেলো। যাদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক আশংকাজনক অবস্থায় রয়েছে। এ সংঘর্ষে ছুরি ব্যবহৃত হয়েছে বলেও পত্রিকাটির রিপোর্টে উল্লেখ করা হয়। একজন স্প্যানিশ নাগরিকও বেশ গুরুতর ভাবে আহত হয়েছে উল্লেখ করে এতে আরো বলা হয় অপর দুইজন স্পেন ও মার্কিন নাগরিক সামান্য আহত হয়েছে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৫০/স্বব