বাসস দেশ-১৬ : প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

157

বাসস দেশ-১৬
খসরু-উন্নয়ন-উদ্বোধন
প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
নেত্রকোণা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু আজ জেলার সদর উপজেলার লক্ষীগঞ্জে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য একটি সংযোগসড়ক ও একটি বহুতলভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
প্রতিমন্ত্রী ২ কোটি টাকা ব্যয়ে সোয়া তিন কিলোমিটার দীর্ঘ মদন রোডস এন্ড হাইওয়ের নেত্রকোণা-কেন্দুয়া সংযোগসড়কের নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচনের পর লক্ষীগঞ্জ হাইস্কুলের একটি ৪তলা ভবনেরও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৪তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হবে।
উল্লেখ্য, সংযোগসড়কটি নির্মাণে এক বছর সময় লাগবে এবং এতে প্রায় ৩০ হাজার লোক উপকৃত হবে। আর ৪তলা ভবনটি নির্মাণে দুই বছর সময় লাগবে।
আশরাফ আলী খান খসরু লক্ষীগঞ্জ হাইস্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি ৪তলা বিশিষ্ট ভবনটি নির্মাণের পাশাপাশি বিদ্যালয়টিতে একটি আধুনিক ল্যাব স্থাপনের ঘোষণা দেন।
বাসস/সবি/এমএন/১৭১৭/আরজি