বাসস দেশ-৫ : অযথা হয়রানি নয়, প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

107

বাসস দেশ-৫
প্রবাসী-সেবা-ইমরান আহমেদ
অযথা হয়রানি নয়, প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বিমানবন্দরে প্রবাসীরা যাতে অযথা হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সেজন্য তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রবাসীদের অযথা হয়রানির ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় তিনি প্রবাসী কল্যাণ ডেস্কের বর্তমান স্থান পরিবর্তন করে দৃশ্যমান স্থানে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানান।
প্রতিমন্ত্রী ইমরান আহমদ দুবাই সফর শেষে গতকাল রাতে হযরত শাহজালাল বিমানবন্দর পরিদর্শনকালে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এসব কথা বলেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, উপপ্রধান শেখ মো. শরীফ উদ্দিন।
বাসস/সবি/এসই/১৪০৫/এমএবি