বাসস দেশ-২ : অধ্যাপক আবদুল মতিন সরকারের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

133

বাসস দেশ-২
ঢাবি-উপাচার্য-শোক
অধ্যাপক আবদুল মতিন সরকারের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সাবেক অধ্যাপক আবদুল মতিন সরকারের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আবদুল মতিন সরকার ইন্তেকাল করেন। (ইন্নালিল্ল¬াহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক আবদুল মতিন সরকার বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি হিসেবে তিনি নিরলসভাবে ও অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার কর্মকা-ের মাধ্যমেই তিনি বিশ্ববিদ্যালয় পরিবারে স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক আবদুল মতিন সরকারের জন্ম কুমিল্লা জেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে তাকে কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন করা হবে।
বাসস/সবি/এসই/১৩১০/এমএবি