বাসস প্রধানমন্ত্রী-৩ : সরকার গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী

287

বাসস প্রধানমন্ত্রী-৩
শেখ হাসিনা-গণমাধ্যম শক্তিশালী
সরকার গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দুর্নীতি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে কার্যকর ভূমিকা পালন করবেন।
আগামীকাল ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে আজ বুধবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
গণমাধ্যমের সকল কর্মীকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে পূর্বের তুলনায় অধিকতর শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন ২০১৪’ প্রণয়ন করেছি। এ আইনের আওতায় একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘সাংবাদিক কল্যাণ তহবিল গঠনসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সাংবাদিক সহায়তা ভাতা-অনুদান নীতিমালার আওতায় সাংবাদিকদের অনুদান দেয়া হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করে। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে।’
সরকার প্রধান বলেন, ‘দেশের গণমাধ্যমের বিকাশে ও উন্নয়নে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন ও গণমাধ্যমকর্মীদের পেশাগত নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’
দেশের বিভিন্ন প্রেস ক্লাবগুলোকে আধুনিকায়ন করে তোলার জন্য আর্থিক অনুদান দেয়া হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতীয় প্রেস ক্লাবে গড়ে তোলা হচ্ছে ৩১ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার। যেখানে সাংবাদিকরা পাবেন পেশাগত সবধরনের সুযোগ। বর্তমানে দেশে সংবাদপত্র ছাড়াও ৪৪টি বেসরকারি টেলিভিশন, ২২টি এফএম রেডিও, ৩২টি কমিউনিটি রেডিও, অসংখ্য অনলাইন সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল চালু রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
দেশের সংবাদপত্র ও সাংবাদিকতা পেশার মানোন্নয়নে প্রেস কাউন্সিল নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান।
শেখ হাসিনা বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকতা পেশাকে নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতমূলক করার লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেন। তিনি ১৯৭৪ সালের ১৪ই ফেব্রুয়ারি প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন।’
শেখ হাসিনা বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
বাসস/তবি/বিকেডি/২০৫২/-আসচৌ