বাসস ক্রীড়া-১১ : ওয়েস্ট ইন্ডিজের কছে সিরিজ হেরে পঞ্চম স্থানে নেমে গেছে ইংল্যান্ড

140

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-টেস্ট র‌্যাংকিং
ওয়েস্ট ইন্ডিজের কছে সিরিজ হেরে পঞ্চম স্থানে নেমে গেছে ইংল্যান্ড
দুবাই, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ পঞ্চমস্থানে নেমে গেছে ইংল্যান্ড। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ শেষে সর্বশেষ টেস্ট র‌্যাংকিং প্রকাশ করে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে ১০৪ রেটিং নিয়ে পঞ্চমস্থানে রয়েছে ইংল্যান্ড। ইংলিশদের সমান ১০৪ রেটিং রয়েছে অস্ট্রেলিয়ারও। তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকায় পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ১০৮ রেটিং নিয়ে তৃতীয়স্থানে ছিলো ইংল্যান্ড। কিন্তু সিরিজ হেরে যাওয়ায় র‌্যাংকিং-এ অবনতি হবার পাশাপাশি চার রেটিংও হারায় ইংলিশরা। সিরিজ জিতে রেটিং বাড়িয়ে অষ্টমস্থানেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং এখন ৭৭।
র‌্যাংকিং-এ সবার উপরে আছে ভারত। তাদের রেটিং ১১৬। ১০০ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৬৯ রেটিং নিয়ে নবমস্থানে বাংলাদেশ।
আইসিসি টেস্ট র‌্যাংকিং :

র‌্যাংকিং         দল                রেটিং

১             ভারত              ১১৬

২              দক্ষিণ আফ্রিকা      ১১০

৩            নিউজিল্যান্ড          ১০৭

৪             অস্ট্রেলিয়া             ১০৪

৫             ইংল্যান্ড               ১০৪

৬            শ্রীলংকা                ৮৯

৭              পাকিস্তান              ৮৮

৮            ওয়েস্ট ইন্ডিজ            ৭৭

৯             বাংলাদেশ               ৬৯

১০          জিম্বাবুয়ে                 ১৩

বাসস/এএমটি/১৮২০/স্বব