বাসস বিদেশ-৫ : থাই রাজকন্যার সঙ্গে সম্পর্কিত পার্টি ভাঙার প্রক্রিয়ায় ইসি

146

বাসস বিদেশ-৫
থাইল্যান্ড-রাজনীতি
থাই রাজকন্যার সঙ্গে সম্পর্কিত পার্টি ভাঙার প্রক্রিয়ায় ইসি
ব্যাংকক, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : থাইল্যান্ডের নির্বাচন কমিশন বুধবার বলেছে, থাই রাজকন্যা যে পার্টি থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছিলেন সাংবিধানিক আদালতকে তারা তা ভেঙে দিতে বলবে।
থাই রাজকন্যা উবলরাতানা গত শুক্রবার আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে থাই রাকসা চার্ট পার্টি থেকে প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের ঘোষণা দেন। এর পরপরই তার ভাই ও থাই রাজা মহা ভাজিরালংকর্ন এক বিবৃতিতে বলেন, রাজপরিবারের উচ্চপর্যায়ের কোন সদস্যের নির্বাচনে অংশগ্রহণ সংবিধান পরিপন্থী।
এর পর থাই রাজকন্যাকে সোমবার প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।
বাসস/জুনা/১৭২০/আরজি