বাজিস-১১ : নাটোরে বিভাগীয় ফুটবলার বাছাই কার্যক্রমে ইয়েস কার্ড পেল ৩০ জন

129

বাজিস-১১
নাটোর-ইয়েস কার্ড
নাটোরে বিভাগীয় ফুটবলার বাছাই কার্যক্রমে ইয়েস কার্ড পেল ৩০ জন
নাটোর, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলায় রাজশাহী বিভাগের অনূর্ধ্ব-২০ ফুটবল খেলোয়াড় বাছাই কার্যক্রমে ইয়েস কার্ড পেয়েছে ৩০ জন। কৃতি ফুটবলার খুঁজে পেতে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে বিভাগের আট জেলার খেলোয়াড়দের বাছাই কার্যক্রম আজ বুধবার নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে সম্পন্ন হয়।
রাজশাহী বিভাগের আটটি জেলার ৮০ জনের মধ্যে থেকে মোট ৩০ জন খেলোয়াড় বাছাই করে ইয়েস কার্ড প্রদান করা হয়। আটটি জেলার ৯ জন কোচের সমন্বয়ে গঠিত নির্বাচনী প্যানেল খেলোয়াড় বাছাই করেন। নির্বাচিত খেলোয়াড়দের হাতে ইয়েস কার্ড তুলে দেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন ও কো-অর্ডিনেটর আহমেদ সাইফ আল ফাতাহ এবং নাটোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল।
বাছাইকৃত এসব খেলোয়াড় নিয়ে ২৬ ফেব্রুয়ারি নাটোরে এক মাসের আবাসিক প্রশিক্ষণ শুরু হবে। ক্যাম্পে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ শেষে আন্ত:বিভাগীয় প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে কৃতি ফুটবলার খুঁজে বের করা হবে।
বাসস/সংবাদদাতা/১৬১০/নূসী