বাসস ক্রীড়া-৫ : পিএসজির জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয় সময়ের ব্যাপার-দানি আলভেস

143

বাসস ক্রীড়া-৫
ফুটবল-পিএসজি
পিএসজির জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয় সময়ের ব্যাপার-দানি আলভেস
প্যারিস, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : ম্যানচেস্টার ইউনাইটেডকে ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ১৬’র প্রথম লেগের লড়াইয়ে পরাজিত করার পর ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজির রাইট-ব্যাক দানি আলভেস বলেছেন এই আসরে শিরোপা জেতা পিএসজির জন্য এখন সময়ের ব্যপার।
মঙ্গলবার প্রিসনেল কিমপেমবে ও কিলিয়ান এমবাপ্পের গোলে ইউনাইটেডকে ২-০ গোলে পরাজিত করে প্রথম ফ্রেঞ্চ ক্লাব হিসেবে ইউরোপীয়ান কোন আসরে ইউনাইটেডকে ঘরের মাঠে হারানোর এক অনন্য কৃতিত্ব গড়েছে পিএসজি। ঘরোয়া লিগ ওয়ানেও পিএসজি দারুনভাবে আধিপত্য বজায় রেখে এগিয়ে চলেছে। লিগে সাফল্য পেলেও ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে ফ্রেঞ্চ জায়ান্টরা এখনো শিরোপা জিততে পারেনি। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগই কি পিএসজি মূল লক্ষ্য এমন প্রশ্নের উত্তরে অভিজ্ঞ আলভেস বলেছেন, ‘না, আমরা খেলোয়াড়দের পিছনে প্রচুর অর্থ ব্যয় করেছি কারন আমাদের অর্থ আছে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি প্রতিযোগিতায় শিরোপা জয় করা। আমরা এজন্য প্রতিদিনই কঠোর পরিশ্রম করছি। আমাদের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ অথবা কাপ অথবা লিগ ওয়ান প্রতিটিরই শিরোপা জয় করা। কিন্তু সবকিছুর পরে চ্যাম্পিয়ন্স লিগের দিকেই সব ক্লাবগুলো তাকিয়ে থাকে। আমি মনে করি এবারের এই প্রতিযোগিতায় অন্যান্য সব দলের জন্যই আমরা একটি বার্তা পৌঁছে দিয়েছি। এখন এই শিরোপা জয় সময়ের ব্যপার মাত্র। দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে আমি মোটেই ভীত নই। এখানে ভয় পেলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। অতীতের কথা চিন্তা না করে সামনের ম্যাচটি নিয়েই এখন আমার ভাবা উচিত। তারপরেও একটি কথাই বলবো যে পরের রাউন্ডে যাবার ব্যপারে আমরাই এগিয়ে আছি। আজ যা করেছি তার পুনরাবৃত্তি জরুরী। এই প্রতিযোগিতায় ইউনাইটেডের সমৃদ্ধ ঐতিহ্য আছে। সে কারনেই আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না।’
বাসস/নীহা/১৪৫০/স্বব