বাসস বিদেশ-২ : যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন চীনের প্রেসিডেন্ট শি

165

বাসস বিদেশ-২
চীন-যুক্তরাষ্ট্র-বাণিজ্য-কূটনীতি
যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন চীনের প্রেসিডেন্ট শি
বেইজিং, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সপ্তাহে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন । এদিকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দুই দেশ বাণিজ্য চুক্তির জন্য বেঁধে দেয়া সময়সীমা ঘনিয়ে আসায় তাদের বাণিজ্য মতপার্থক্য মিটিয়ে ফেলার চেষ্টা করছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়। খবর এএফপি’র
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, শি মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটজার ও অর্থমন্ত্রী স্টিভেন মুচিনসহ কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার সাক্ষাত করবেন।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘শুক্রবার লাইটজার ও মুচিনের সঙ্গে শি’র সাক্ষাতের কথা রয়েছে।’
এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা বৃহস্পতিবার ও শুক্রবার আলোচনার জন্য মিলিত হবেন।
ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমার আগেই একটি চুক্তি করার ব্যাপারে তারা চাপের মুখে রয়েছেন। যদিও মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি সময়সীমা বাড়াতে প্রস্তুত আছেন। তবে এটা নির্ভর করছে বেইজিংয়ের সাথে আলোচনার অগ্রগতির ওপর।
বাসস/এমএজেড/১৪১০/জুনা