বাসস দেশ-৪২ : মুক্তিযুদ্ধের মূল্যবোধ চলচ্চিত্রের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে : পর্যটন প্রতিমন্ত্রী

561

বাসস দেশ-৪২
মাহবুব- উৎসব- উদ্বোধন
মুক্তিযুদ্ধের মূল্যবোধ চলচ্চিত্রের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে : পর্যটন প্রতিমন্ত্রী
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী নতুন নির্মাতাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়ে বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ চলচ্চিত্রের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে।
আজ রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগারে ‘ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল কিছু মূল্যবোধ ও লক্ষ্যকে সামনে রেখে। আমাদের দায়িত্ব মুক্তিযুদ্ধের সেই মূল্যবোধের লালন ও প্রসার করা।’
মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গণমানুষের জীবনমান নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের অসহায় ও অবহেলিত মানুষকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করছেন। এখন সময় এসেছে সারা বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার। বিশ্বের সামনে প্রমাণ করার আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশ।
প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্র সমাজের দর্পণ। চলচ্চিত্রের মাধ্যমে আমাদের চারপাশের বাস্তবতা শৈল্পিক কৌশলে আমাদের সামনে উপস্থাপিত হয়। চলচ্চিত্রের মাধ্যমে মানুষের সুকুমার বৃত্তির বিকাশ ঘটে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও মুক্তিযুদ্ধকে সবার কাছে পৌঁছে দিতে পারে চলচ্চিত্র। আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও প্রেক্ষাপটে তৈরিকৃত চলচ্চিত্রের আবেদন কখনো কমবে না, শত বছর পরেও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরিকৃত চলচ্চিত্রের আবেদন একই থাকবে।
মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়েদ মাহাদী হোসাইনী, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মোঃ মুশফিকুর রহমান গুলজার, ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক মোহাম্মদ নিজাম উদ্দিন, মঞ্জুর হাসান প্রমুখ বক্তৃতা করেন।
বাসস/সবি/এমএন/২২৩৫/কেকে