বাসস দেশ-৩৯ (লিড) : বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত

318

বাসস দেশ-৩৯ (লিড)
এডমিনিস্ট্রেটিভ-সার্ভিস-কমিটি
বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বিদায়ি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০১৯-২০২০ মেয়াদের যৌথ সভা সোমবার ঢাকার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেক।
গঠনতন্ত্র মোতাবেক নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ও স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নূরুল ইসলাম।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন স¦াস্থ্য মন্ত্রণালয়ের স¦াস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান। যুগ্মমহাসচিব পদে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আবু বকর সিদ্দীক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজাহারুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মেজবাহ উদ্দিন, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান (পদাধিকার বলে)।
উপকোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ বেগম ওয়াহিদা আক্তার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকার।
সহকারী মহাসচিব পদে নির্বাচিত হন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আল মামুন মুর্শেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মোঃ মাসুম পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আল মামুন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ-উল-আলম, স¦রাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান (বাদল)। এছাড়া সদস্য পদে নির্বাচিত হন ৩০ জন।
সভায় প্রশাসন ক্যাডারের বেশ কয়েকজন কর্মকর্তা এসোসিয়েশনের বর্তমান ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
নবগঠিত কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেন সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
বাসস/তবি/এমএন/২০০০/কেকে