বাসস দেশ-৩৮ : বুড়িগঙ্গা তীরে আরও ১১৮টি স্থাপনা উচ্ছেদ

284

বাসস দেশ-৩৮
বিআইডব্লিউটিএ- উচ্ছেদ
বুড়িগঙ্গা তীরে আরও ১১৮টি স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে আজ বুড়িগঙ্গা আদি চ্যানেলের লোহারপুলের পাশে শহীদনগর বালুঘাট ও কামরাঙ্গীরচরের ব্যাটারীঘাট এলাকায় অভিযান চালিয়ে ১১৮টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ এবং প্রায় তিন একর তীরভূমি উদ্ধার করেছে। এগুলোর মধ্যে দোতলা ভবন তিনটি, আধাপাকা ঘর ৩৮টি, টিনের ঘর ৩৫টি ও টং ঘর ৪২টি রয়েছে।
এরআগে বিআইডব্লিউটিএ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ১,১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ১০ একর তীরভূমি উদ্ধার করে।
আগামীকাল কামরাঙ্গির চরের নবাবচর এলাকা থেকে বসিলা অভিমুখে বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
বাসস/সবি/এফএইচ/১৯৫০/কেকে