ম্যানসিটি ইউনাইটেডের কৃপার উপর নির্ভরশীল নয় : সিলভা

202

লন্ডন, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : প্রিমিয়ার লীগের দৌঁড়ে এগিয়ে যেতে চির প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেডের কৃপার উপর তার ক্লাবটি নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটি তারকা বার্নার্ডো সিলভা। বর্তমানে গোল ব্যবধানে লিভারপুলকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সিটি। তবে লিভারপুলের হাতে রয়েছে বাড়তি একটি ম্যাচ। আগামী ২৪ ফেব্রুয়ারি ওল্ড ট্রাফোর্ডে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মোকাবেলা করবে লিভারপুল। যে ম্যাচে ইউনাইটেড জয় পেলে এর সুবিধা ঘরে তুলতে পারবে বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে লিভারপুলের পয়েন্ট খোয়ানোর দিকে মনোযোগ দিতে চাননা সিলভা। বরং তারা মনোযোগ রাখতে চান সিটির পারফর্মেন্সে। যুক্তরাজ্যের গণমাধ্যমকে সিলভা বলেন,‘ তারা (লিভারপুল) যদি পয়েন্ট হারায় তাহলে সেটি অবশ্যই ভাল বিষয়। কিন্তু শুধু কোচ নয় আমরা ক্লাবের সব খেলোয়াড়রাই নিজেদের দায়িত্বের প্রতি বেশী মনোযোগী থাকতে চাই। আমরা যদি নিজেদের খেলায় জয় না পাই, তাহলে তারা কি করল বা না করল সেটিতে কিছুই যায় আসে না। তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় হচ্ছে নিজেদের খেলা।’
লীগে সর্বশেষ তিন ম্যাচে জয়লাভ করেছে সিটি। সার্জিও এগুয়েরো দলীয় এই জয়ে নেতৃত্ব দিয়েছেন। শুধু তাই নয় আর্সেনাল ও চেলসির বিপক্ষে হ্যাট্রিক ও করেছেন এই আর্জেন্টাইন। এর মাধ্যমে প্রিমিয়ার লীগে এ্যালান শিয়ারেরের রেকর্ড সংখ্যক ১১টি হ্যাট্রিকের সমান অবস্থানে পৌঁছে গেছেন এগুয়েরো। সেই সঙ্গে লীগে সিটির সর্বাধিক গোলদাতার আসনটিও নিজের করে নিয়েছেন তিনি।
সিলভার মতে, ৩০ বছর বয়সি ওই আর্জেন্টাইন তারকার নতুন করে নিজেকে প্রমান করার কিছু নেই। বলেন,‘ তার সম্পর্কে বর্ননার জন্য আমার মনে হয়না বেশী শব্দ প্রয়োগের প্রয়োজন রয়েছে। সপ্তাহের পর সপ্তাহ ধরে তিনি নিজেকে প্রমান করে চলেছেন। তার মত একজন স্ট্রাইকার পাওয়াটা আমাদের জন্য চমৎকার ব্যাপার। দলের জন্য প্রচুর সংখ্যক গোল করে চলেছেন। আমি শুধু আশা করব এই ধারা তিনি যেন বজায় রাখতে পারেন।’