সংরক্ষিত মহিলা আসনের সব প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে ইসি

693

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এ সময় প্রার্থী ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী ৪৯ জন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির একজন এবং এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।