বাসস দেশ-১৫ : সুপ্রিমকোর্ট বারে আওয়ামী লীগ ও সমমনাদের প্যানেল ঘোষণা

109

বাসস দেশ-১৫
সুপ্রিমকোর্ট-বার-প্যানেল
সুপ্রিমকোর্ট বারে আওয়ামী লীগ ও সমমনাদের প্যানেল ঘোষণা
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০১৯-২০২০ সেশনের নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল)।
সোমবার সুপ্রিমকোর্ট বারে এ প্যানেল ঘোষণা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি।
২০১৯-২০২০ সেশনের নির্বাচন আগামী ১৩ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। এ প্যানেলের সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক আইনজীবী এএম আমিন উদ্দিন ও সম্পাদক পদে বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক আইনজীবী আবদুন নুর দুলালের নাম ঘোষণা করা হয়।
এছাড়া সহ-সভাপতি (২টি) পদে বিভাষ চন্দ্র বিশ্বাস ও মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে সৈয়দ আলম টিপু, সহ-সম্পাদক (২টি) পদে মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও কাজি শামসুল হাসান শুভ, কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জগলুল কবির, মশিউর রহমান, শামীম সরদার, আফিয়া আফরোজি রানী, আওলাদ হোসেন ও হুমায়ূন কবিরের নাম ঘোষণা করা হয়।
আইনজীবী সমিতির উত্তর হলে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি’র সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন-এটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট ইউসুফ হোসনে হুমায়ুন, বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট আবদুল বাসেত মজুমদার, সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিন, সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন আহমদ মেহেদি, আইনজীবী নেতা মো. আজহার উল্লাহ ভূঁইয়াসহ কয়েকশ আইনজীবী।
বাসস/এএসজি/ডিএ/১৭১০/এএএ