বাসস প্রধানমন্ত্রী-২ : শেখ হাসিনাকে জর্জিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

157

বাসস প্রধানমন্ত্রী-২
শেখ হাসিনা-জর্জিয়া
শেখ হাসিনাকে জর্জিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় জর্জিয়ার প্রধানমন্ত্রী মামুকা বাখতাদেজ আজ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্জিয়ার প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বলেন, ঘোষিত আন্তর্জাতিক আইনের নীতিমালার বাংলাদেশ এবং জর্জিয়া সকল খাতে পারস্পরিক আস্থা তৈরি করেছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যে সহযোগিতা আরো সম্প্রসারিত হবে।
বাসস/পিআর/টিএ/অনু-আসচৌ/১৫২০/আহো/আরজি