বাসস বিদেশ-৭ : মার্কিন সরকারের কার্যক্রমে নতুন অচলাবস্থা এড়াতে সম্ভাব্য চুক্তি

140

বাসস বিদেশ-৭
যুক্তরাষ্ট্র-রাজনীতি
মার্কিন সরকারের কার্যক্রমে নতুন অচলাবস্থা এড়াতে সম্ভাব্য চুক্তি
ওয়াশিংটন, ১২, ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রমে সপ্তাহান্তে নতুন অচলাবস্থা এড়াতে মার্কিন কংগ্রেসের আলোচকরা নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছেন। মার্কিন সিনেটরদের বরাত দিয়ে সোমবার সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
সিএনএন পরিবেশিত খবরে বলা হয়, রিপাবলিকান দলের গুরুত্বপূর্ণ সিনেটর বলেন, যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রমে নতুন করে অচলাবস্থা এড়াতে ‘আমরা সবদিক বিবেচনা করে একটি চুক্তিতে পৌঁছেছি।’
এ চুক্তির ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এটি কার্যকরের ক্ষেত্রে এখন হোয়াইট হাউসের অনুমোদন লাগবে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ দেয়া প্রশ্নে বিগত কয়েক সপ্তাহ ধরে ডেমোক্রেট ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক চলছে। উল্লেখ্য, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ছিল প্রেসিডেন্টের দেয়া গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম।
বাসস/এমএজেড/১৪০৫/জুনা