বাসস বিদেশ-৫ (লিড) : ভারতে হোটেলে অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭

135

বাসস বিদেশ-৫ (লিড)
ভারত-অগ্নিকান্ড-মৃত্যু-লিড
ভারতে হোটেলে অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭
নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি হোটেলে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। সিনিয়র এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দিল্লির কেন্দ্রস্থলের ঘনবসতিপূর্ণ একটি এলাকার হোটেল অর্পিট প্যালেসে ভোররাতের দিকে আগুন লাগে।
ফায়ার ব্রিগেডের কর্মকর্তা সুনীল চৌধুরী এএফপি’কে বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে।’
পুলিশ জানায়, তারা আগুন লাগার কারণ জানতে তদন্তের কাজ শুরু করেছে।
এর আগে দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক জি.সি.মিশ্র হোটেলটিতে আগুনে নয়জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।
মিশ্র জানান, দমকল বাহিনীর কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তারা সেখান থেকে ৩৫ জনকে উদ্ধার করে।
ভিডিও ফুটেজে তিনতলা বিশিষ্ট ওই হোটেলের উপরের তলায় ধোঁয়ার কুন্ডুলি ও আগুনের লেলিহান শিখা দেখা যায়।
দূর্বল নিরাপত্তা ব্যবস্থা ও আইন না মানার কারণে ভারতে প্রায় অগ্নিকান্ড ঘটে।
গত ডিসেম্বরে মুম্বাইয়ের একটি হাসপাতালে অগ্নিকান্ডে ছয়জনের প্রাণহানি ঘটে।
বাসস/এমএজেড/১৩৪৫/জুনা