বাসস দেশ-৩১ : এসডিজি সম্পৃক্ত কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে : পরিবেশ মন্ত্রী

549

বাসস দেশ-৩১
পরিবেশ-মন্ত্রী
এসডিজি সম্পৃক্ত কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে : পরিবেশ মন্ত্রী
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনের জন্য টেকসই উন্নয়নের বিকল্প নেই। এসডিজি’র সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।
আজ দুপুরে আগারগাঁও পরিবেশ ভবনে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মো. শাহাব উদ্দিন বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম তিনি পরিবেশ অধিদপ্তর পরিদর্শনে যান। এর আগে তিনি বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে অনুরূপ মত বিনিময় করেছিলেন।
অনুষ্ঠানে পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং পরিবেশ সচিব আদুল্লাহ আল মোহসীন চৌধুরীসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পরিবশে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, সারা বিশ্ব আজ পরিবেশ সম্পর্কে সোচ্চার। আমাদের দেশটা একসময় প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল। এখনো কোনো অংশে কম নয়।
বাসস/সবি/এমএআর/২১৪০/জেহক