বাসস দেশ-২৯ : দুই ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

351

বাসস দেশ-২৯
দুদক-গ্রেফতার
দুই ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা আজ রূপালী ব্যাংক লিমিটেডের ২ কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, রূপালী ব্যাংক লিমিটেড এর বগুরার মহাস্থানগর শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার (বর্তমান জয়পুরহাট শাখা) মোঃ মাহাতাব উদ্দীন এবং একই শাখার সাবেক অফিসার (বর্তমান টিএমএসএস শাখা বগুরা) মোঃ কায়েদ আজম।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
এতে বলা হয়, আটকরা পারস্পরিক যোগসাজশে নগদ অর্থ বা চেক গ্রহণ ব্যতিরেকে ২ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৭৬ টাকা মূল্যমানের ৬টি পে-অর্ডার ইস্যু এবং ব্যাংকের গ্রাহকের মেয়াদি আমানতের জাল ডুপ্লিকেট কপি তৈরি ও জাল কাগজ তৈরির মাধ্যমে ভুয়া ওডি লোন সৃষ্টি করে ইস্যুকৃত পে-অর্ডার ৬টির মূল্য সমন্বয় করে।
২কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৭৬ টাকা আত্মসাতের অভিযোগে ইতোপূর্বে ব্যাংক বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় মোট ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গ্রেফতারকৃতরাও চার্জশিটভুক্ত আসামি।
রুপালী ব্যাংক লিমিটেডের বগুড়া জোনাল অফিসের প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক সরদার মোহা. হাবিবুর রহমান (বর্তমানে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে কর্মরত) বাদি হয়ে মামলাটি করেন।
অপর আসামিরা হলেন, একই ব্যাংকের সাবেক ব্যবস্থাপক (বর্তমানে-বরখাস্তকৃত) মোঃ জোবায়েনুর রহমান, বগুড়া মহাস্থান শাখার সাবেক সিনিয়র অফিসার মোছাঃ ইসরাত জাহান, (বর্তমানে মোকামতলা শাখা), প্রোপাইটার মেসার্স আজমল ট্রেডাস মোঃ আজমল হোসেন, প্রোপাইটার মেসার্স জাহিদ কনষ্ট্রাকশন মোঃ জাহিদুর রহমান ও প্রোপাইটার মেসার্স হোসেন ট্রেডার্স মোঃ মোশারফ হোসেন।
বাসস/সবি/এফএইচ/২০৩০/জেহক