বাসস বিদেশ-৭ : উইঘুর নিয়ে তুরস্কের সমালোচনা, নাকচ চীনের

205

বাসস বিদেশ-৭
চীন-তুরস্ক
উইঘুর নিয়ে তুরস্কের সমালোচনা, নাকচ চীনের
বেইজিং, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : চীন জাতিগত উইঘুর সম্প্রদায়ের সঙ্গে তার আচরণ নিয়ে তুরস্কের সমালোচনা নাকচ করে দিয়েছে। এছাড়া পুলিশ হেফাজতে মুসলিম সংখ্যালঘু এ সম্প্রদায়ের একজন কবি মারা গেছেন বলে তুরস্কের দাবিকে সর্বৈব মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে বেইজিং।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় শনিবার উইঘুর সম্প্রদায়ের তুর্কি ভাষাভাষীদের গণহারে আটকের তীব্র সমালোচনা করেছে। একইসঙ্গে তারা দাবি করেছে, উইঘুর সম্প্রদায়ের কবি আবদুররেহিম হায়েত কারাগারে মারা গেছেন। তাকে একটি গান লেখার দায়ে আট বছরের কারাদন্ড দেয়া হয়।
কিন্তু চীন রোববার একটি ভিডিও প্রকাশ করে। সেখানে এক ব্যক্তি নিজেকে হায়েত দাবি করেন এবং বলেন, তিনি জীবিত আছেন।
সোমাবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক প্রেস ব্রিফিংয়ে তুরস্কের এ বিবৃতিকে জঘন্য হিসেবে উল্লেখ করে বলেন, হায়েতের মৃত্যুর বিষয়টি অযৌক্তিক মিথ্যে এবং পুরোপুরি ভুল।
তিনি বলেন, আমি কাল তার ভিডিও দেখেছি। তিনি কেবল জীবিতই নন, বেশ সুস্থও আছেন।
এদিকে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেল বলেছে, চীনের পশ্চিমাঞ্চলীয় জিনঝিয়াং অঞ্চলে তুর্কি ভাষাভাষীসহ প্রায় ১০ লাখের মতো উইঘুর সংখ্যালঘু আটক রয়েছে।
এ অঞ্চলে এক কোটিরও বেশি উইঘুর সংখ্যালঘু বাস করছে।
বাসস/জুনা/১৯০০/আরজি