বাসস ক্রীড়া-১৩ : রিয়াল মাদ্রিদের জন্য কোন কিছুই অসম্ভব নয় : সোলারি

204

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-চ্যাম্পিয়ন্স-রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদের জন্য কোন কিছুই অসম্ভব নয় : সোলারি
মাদ্রিদ, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : রিয়াল মাদ্রিদ টানা চতুর্থবারের মত চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করতে পারবে বলে মনে করেছেন ক্লাবটির প্রধান কোচ সান্তিয়াগো সোলারি। তার মতে ইউরোপীয় এই জায়ান্ট ক্লাবের জন্য ‘কোন কিছুই অসম্ভব নয়’।
সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় আসরটি শাসন করে চলছে রিয়াল মাদ্রিদ। টানা তিনবার ইউরোপীয় ক্লাবের এই শীর্ষ টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে তারা। এবারের মৌসুমে রিয়ালের চেহারায় কিছুটা মলিনতা আসলেও দলটিই ২০১৯ সালের শিরোপা জয়ের মাধ্যমে টানা চতুর্থবার শিরোপা ঘরে তুলতে সক্ষম হবে বলে মনে করছেন সোলারি।
চতুর্থবারের মত শিরোপা জয় করতে পারবে কিনা প্রশ্ন করা হলে জবাবে রিয়ালের প্রধান এই কোচ উয়েফাকে বলেন, ‘রিয়াল মাদ্রিদের জন্য কোন কিছুই অসম্ভব নয়।’
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের প্রথম লেগে আমস্টারডামে আয়াক্সের মোকাবেলা করবে স্প্যানিশ জায়ান্টরা। সোলারি জানেন, ডাচ দলটি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদের সামনে। যারা ১৯৯৫ সালে জয় করেছিল টুর্নামেন্টের শিরোপা। তিনি বলেন, ‘তারণ্য নির্ভর দল নিয়ে আয়াক্সের সক্ষমতা সম্পর্কে সবাই ভালভাবে অবগত আছে। তাদের তরুণ দলটির মধ্যে যেমন রয়েছে একনিষ্ঠতা, তেমনি তারা বেশ আক্রমনাত্বক। একই পন্থায় তারা এখনো কাজ করে যাচ্ছে। গত আসরেও তারা যথেষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল, এবারো একই রকম আছে। চ্যাম্পিয়ন্স লীগের মত আসরে তাই এই পর্যায়ে বেশ কঠিন লড়াইয়ে সামিল হতে হবে। ’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯২৫/স্বব