বাসস সংসদ-৫ : চলতি বছরের মধ্যেই সকল উপজেলা শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে : নসরুল হামিদ

122

বাসস সংসদ-৫
বিদ্যুৎ-সংযোগ
চলতি বছরের মধ্যেই সকল উপজেলা শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে : নসরুল হামিদ
সংসদ ভবন, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চলতি বছরের মধ্যে দেশের সকল উপজেলা শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য পঞ্চানন বিশ্বাসের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে দেশের ৯৩ শতাংশ উপজেলা বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। বাকি উপজেলাগুলোও ৮০ থেকে ৯০ শতাংশ বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। এগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় আসবে।’
তিনি বলেন, সরকার সারাদেশকে শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে। লক্ষ্য অর্জনের জন্য গ্রীড এলাকাগুলোকে বিদ্যুৎ কভারেজের আওতায় আনা হচ্ছে। সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ লাইন নিয়ে সন্দ্বীপে আড়াই লাখ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
সরকারি দলের সদস্য রাজি মো. ফখরুলের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার বর্ষাকালে ঝড় তুফানের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে কাজ করছে।
বাসস/এমএসএইচ/১৯৩৫/বেউ/-অমি