বাসস ক্রীড়া-১০ : নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলার সাকিব

123

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-সিরিজ
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলার সাকিব
নেপিয়ার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অলরাউন্ডার সাকিব আলা হাসানকে অনেক বেশি মিস করবে বাংলাদেশ। কারন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সাকিবই। এমনকি দু’দলের লড়াইয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বিশ্ব সেরা এ অলাউন্ডার। এখন পর্যন্ত ২১ ম্যাচে ৩৫টি উইকেট শিকার করেছেন সাকিব। এরপরই আছেন নিউজিল্যান্ডের কাইল মিলস। তার শিকার ৩৩টি। তৃতীয়স্থানে আছেন সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ৩১টি উইকেট শিকার করেছেন তিনি। তবে উইকেট শিকারের তালিকায় চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন বাংলাদেশের দুই পেসার রুবেল হোসেন ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রুবেল ২১ ও মাশরাফি ১৭টি উইকেট শিকার করেছেন।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ রান উইকেট
সাকিব আল হাসান (বাংলাদেশ) ২১ ৯০১ ৩৫
কাইল মিলস (নিউজিল্যান্ড) ১৭ ৫৫৯ ৩৩
ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড) ২০ ৬০৩ ৩১
রুবেল হোসেন (বাংলাদেশ) ১২ ৫৪৯ ২১
মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ) ১৭ ৭৩১ ১৭
বাসস/এএমটি/১৮৩৫/স্বব