বাসস ক্রীড়া-৬ : নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের সন্ধানে বাংলাদেশ

140

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-সিরিজ
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের সন্ধানে বাংলাদেশ
নেপিয়ার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত তিনটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। তিনটি সিরিজই ছিলো তিন ম্যাচ করে। সিরিজ তো বটেই, সিরিজের ৯টি ম্যাচই হেরেছিলো টাইগাররা। তাই নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোন ওয়ানডে ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের মাটিতে সেই প্রথম জয়ের সন্ধানে মাশরাফির দল।
২০০৭ সালে প্রথম নিউজিল্যান্ড মাটিতে ওয়ানডে সিরিজে অংশ নেয় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজেও হোয়াইটওয়াশ হয় টাইগাররা। এরপর ২০১০ সালেও একই চিত্র ছিলো তিন ম্যাচের সিরিজে। সর্বশেষ ২০১৬ সালে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে আবারো হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
প্রতিপক্ষের মাটিতে সিরিজ বা ম্যাচ জিততে না পারলেও দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্বার বাংলাদেশ। দেশের মাটিতে চারটি ওয়ানডে সিরিজ খেলে দু’টিতে জয় ও দু’টিতে হারে টাইগাররা। দু’টি জয়ের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
২০১০ সালে চার ম্যাচের সিরিজে ও ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
বাসস/এএমটি/১৭২০/স্বব