বাসস দেশ-১০ : জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খানের মনোনয়নপত্র দাখিল

115

বাসস দেশ-১০
ওয়াকার্স পার্টি-মনোনয়ন
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খানের মনোনয়নপত্র দাখিল
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আজ সকালে ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী লুৎফুন নেসা খান মনোনয়ন পত্র দাখিল করেন।
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে রিটার্নিং অফিসার মো. আবুল কাসেমের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় সহকারী রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী, সহকারী সচিব রৌশন আরা বেগম, উপ-সচিব মো. ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান ও আরিফা বেগম উপস্থিত ছিলেন।
এছাড়াও এ সময় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, নারী মুক্তি সংসদের সহ-সভাপতি সালেনূর মিলন, সহ-সাধারণ সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী, মহানগর নেত্রী নাজমা আক্তার শিরিন, যুব মৈত্রী প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এম মিলটন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএএস/১৬৪৫/কেকে