বাসস দেশ-৬ : সড়ক দুর্ঘটনায় নিহত শিশু ফাইজার পরিবারকে ১ লক্ষ টাকা দিতে নির্দেশ

135

বাসস দেশ-৬
হাইকোর্ট-আদেশ
সড়ক দুর্ঘটনায় নিহত শিশু ফাইজার পরিবারকে ১ লক্ষ টাকা দিতে নির্দেশ
ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : সড়ক দুর্ঘটনায় নিহত শিশু ফাইজা তাহসিনার পরিবারকে ১ লক্ষ টাকা ১৫ দিনের মধ্যে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জনস্বার্থে আনা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আজ এ আদেশ দেয়।
রিটের পক্ষে আইনজীবী ব্যারিষ্টার মো. আবদুল হালিম বাসস’কে এ কথা জানান।
তিনি বলেন, স্বরাষ্ট্র, যোগাযোগ সচিব এবং বিআরটিএ’র চেয়ারম্যানকে এ আদেশ বাস্তবায়ন করতে হবে।
এছাড়াও আদালত রুলও জারি করেছে। রুলে সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক কন্যা ফাইজা তাহসিনা (১০), মো. মিরাজ খান (৫), নুসরাত চৌধুরী (২৩), লিজা আক্তার (৯) ও আহমেদ রিফাত (৬)-এর পরিবারকে কেন ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না-সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
সম্প্রতি এরা দেশের বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং ব্লাষ্ট জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিবসহ ১৮ জনকে রেসপনডেন্ট করা হয়েছে।
বাসস/এএসজি/ডিএ/১৪২২/কেকে