বাজিস-১০ : মাগুরায় লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

153

বাজিস-১০
মাগুরা-কর্মশালা
মাগুরায় লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মাগুরা ১০ ফেব্রুয়ারী ২০১৯ (বাসস) : ‘গরীব দুখির মামলার ব্যয়, শেখ হাসিনার সরকার দেয়’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার বিকেলে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন পরিষদ চত্বরে লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি জজ তনুশ্রী রায়, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহকারি পুলিশ সুপার আহসান হাবিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ইস্কেন্দার আজম বাবলু, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম, সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ, এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় বক্তব্য রাখেন।
লিগ্যাল এইড চেয়ারম্যান শেখ মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে ধনী-গরীব প্রতিটি মানুষের সঠিক বিচার পাওয়ার অধিকার আছে। সে কারণে যারা গরীব, মামলার ব্যয় চালানোর মতো সক্ষমতা নেই,তাদেরকে লিগ্যাল এইডের মাধ্যমে সহযোগিতা প্রদান করে সঠিক বিচার পাওয়ার ব্যবস্থা করেছে’।
বাসস/সংবাদদাতা/১৯৩৬/মরপা