আইএলও মহাপরিচালককে ধন্যবাদ জানিয়েছেন আইনমন্ত্রী

710

ঢাকা, ২ জুন, ২০১৮ (বাসস) : আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শুনানির তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় ‘আইএলও’ মহাপরিচালককে ধন্যবাদ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১০৭তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগদানের পাশাপাশি গতকাল শুক্রবার ‘আইএলও’ মহাপরিচালক গাই রাইডারের সাথে বৈঠককালে তিনি এ ধন্যবাদ জানান।
আজ শনিবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
বৈঠকে বাংলাদেশে শ্রমিক অধিকার সুরক্ষায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন আইনমন্ত্রী।
শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম সচিব আফরোজা খান, জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম শামীম আহমেদসহ শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি এবং ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।