বাসস দেশ-৪ : ধর্ম যার যার উৎসব সবার : প্রধান বিচারপতি

138

বাসস দেশ-৪
প্রধান বিচারপতি-পূজা
ধর্ম যার যার উৎসব সবার : প্রধান বিচারপতি
ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসবে সবার মঙ্গল কামনা করছি।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে স্বরস্বতী পূজা উপলক্ষে এক বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট ষষ্ঠী সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্টে হাইকোর্ট বিভাগের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও অন্যান্য বিচারপতিগণ, এটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিষ্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ বিপুল সংখ্যক আইনজীবী।
প্রধান বিচারপতি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। সুপ্রিমকোর্ট বারে এ অনুষ্ঠান অনেক আগে থেকেই পালন হয়ে আসছে। আমি প্রায় প্রত্যেক বারেই এসেছি। কোনোবারই মনে হয়- মিস হয়নি। ভবিষ্যতেও আসব। সবার মঙ্গল কামনা করছি।’
এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আমাদের দেশে হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি রয়েছে। পূজাপার্বনের দেশ হিসেবে এখানে ধর্ম যার যার, উৎসব সবার এটা রেওয়াজে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘আজ সবাই এই আনন্দে মেতে উঠুক। যে যে ধর্ম পালন করি না কেন এই উৎসবে সবাই সংযুক্ত হয়ে একাকার হয়ে যাই কামনা করছি।’
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি সবসময় ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে থাকে। আমরা মনে করি এই বাংলাদেশ সকলের। এই সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিও সকলের। তাই এই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে থাকি।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা চাই সুপ্রিমকোর্ট সকল চিন্তার আধার হোক। সকল ধর্ম এখানে পালন করা হয়। আমাদের চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানে লালন করা হয়।
বাসস/এএসজি/ডিএ/১৫১৫/এমএসআই