বাসস ক্রীড়া-১২ : ব্রিসবেন হিটের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন ভেট্টোরি

321

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-ভেট্টোরি
ব্রিসবেন হিটের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন ভেট্টোরি
হ্যামিল্টন, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ বিগ ব্যাশ টি-২০ লিগের দল ব্রিসবেন হিটের কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে গেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ব্রিসবেন হিট থেকে সড়ে দাড়ানোর বিষয়টি আগেভাগেই জানিয়ে রেখেছিলেন ভেট্টোরি।
এ ব্যাপারে ভেট্টোরি বলেন, ‘মৌসুম শুরুর আগে ক্লাবকে নিজের ইচ্ছার কথা জানিয়ে রেখেছিলাম। এখানে দীর্ঘদিন ভালো সময় পার করেছি। এজন্য ক্লাবকে ধন্যবাদ।’
২০১৫ সাল থেকে ব্রিসবেনের দায়িত্ব পালন করছেন ভেট্টোরি। তার অধীনে ২০১৬-১৭ মৌসুমে সেমিফাইনাল খেলেছিলো ব্রিসবেন। বিবিএলে নিজের কোচিং ক্যারিয়ারে ব্রিসবেনের এটিই ছিলো সবচেয়ে বড় সাফল্য।
শুধুমাত্র কোচই নন খেলোয়াড় হিসেবেও ব্রিসবেনের হয়ে অংশ নিয়েছিলেন ভেট্টোরি। ভেট্টোরির জন্য শুভ কামনা জানিয়ে ব্রিসবেন হিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু ম্যাকশিয়া বলেন, ‘বিবিএলের প্রথম আসরে ভেট্টোরি খেলোয়াড় ছিলেন। এরপরের চার আসরে দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। দলের জন্য নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করেছেন ভেট্টোরি। এজন্য তাকে ধন্যবাদ। সেই সাথে তার জন্য শুভ কামনাও থাকলো।’
বাসস/এএমটি/১৯০৫/-আরজি