বাসস দেশ-১৬ : রাশেদ সোহরাওয়ার্দীর ইন্তেকাল

307

বাসস দেশ-১৬
রশিদ-মৃত্যু
রাশেদ সোহরাওয়ার্দীর ইন্তেকাল
ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সাবেক পূর্ব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একমাত্র পুত্র রাশেদ সোহরাওয়ার্দী বৃহস্পতিবার লন্ডনের বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, লন্ডনের বাসভবনে রাশেদ সোহরাওয়ার্দীর মরদেহ পাওয়া যায়। তবে তার মৃত্যুর কারণ এখনো পুলিশ জানাতে পারেনি। তার কন্যা এবং পরিবারের সদস্যরা মৃত্যু সংবাদটি জানায়।
রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন গভীর শোক প্রকাশ করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষের অধীনে বর্তমানে তার মরদেহ হীমঘরে রাখা হয়েছে।
রাশেদ রহমানের বাবা মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দী একজন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ১৯৫৭ সালের ১৭ অক্টোবর পদত্যাগ করেন।
বাসস/অনুবাদ/এমএসএইচ/১৮৫৫/-আরজি