বাসস ক্রীড়া-৪ : ফাইনাল সেরা তামিম; টুর্নামেন্ট সেরা সাকিব

157

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-বিপিএল
ফাইনাল সেরা তামিম; টুর্নামেন্ট সেরা সাকিব
ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১০টি চার ও ১১টি ছক্কায় ৬১ বলে অপরাজিত ১৪১ রান করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার এমন দানবীয় ইনিংসের কল্যাণেই ঢাকাকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মত বিপিএলের শিরোপা জিতে নেয় কুমিল্লা। ফলে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তামিম।
তবে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন তামিমের বন্ধু ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। পুরো আসরে ব্যাট হাতে ১৫ ম্যাচের ১৫ ইনিংসে ৩০১ রান করেন তিনি। বল হাতে শিকার করেন ২৩ উইকেট। যা এবারের আসরে ও এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের নজির।
বিপিএলে এ নিয়ে তৃতীয়বারের মত টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন সাকিব। প্রথম দুই আসরের পর ষষ্ঠ টুর্নামেন্টে আবারো সেরা খেলোয়াড় হলেন সাকিব। প্রথম আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে, দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে এবং এবার ঢাকা ডায়নামাইটসের হয়ে সেরা হলেন সাকিব।
বাসস/এএসজি/এএমটি/১৫২৫/স্বব