বাসস ক্রীড়া-৩ : সর্বোচ্চ রান রৌসুর; স্থানীয়দের মধ্যে সেরা তামিম

143

বাসস ক্রীড়া-৩

ক্রিকেট-বিপিএল

সর্বোচ্চ রান রৌসুর; স্থানীয়দের মধ্যে সেরা তামিম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রংপুর রাইডার্সের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রিলি রৌসু। ১৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৫৮ রান করেছেন তিনি।

দ্বিতীয়স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৬৭ রান করেছেন তামিম। তবে স্থানীয়দের মধ্যে তামিমই সর্বোচ্চ রান সংগ্রাহক। তামিমের পরপরই আছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। ১৩ ম্যাচে ৪২৬ রান করেছেন মুশফিক।

বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :

খেলোয়াড়              ম্যাচ        ইনিংস    রান         গড়

রিলি রৌসু (রংপুর রাইডার্স)              ১৪           ১৩          ৫৫৮      ৬৯.৭৫

তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)            ১৪           ১৪           ৪৬৭       ৩৮.৯১

মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস)                ১৩          ১৩          ৪২৬       ৩৫.৫০

নিকোলাস পুরান (সিলেট সিক্সার্স)      ১১           ১১           ৩৭৯       ৪৭.৩৭

লরি ইভান্স (রাজশাহী কিংস)             ১১           ১১           ৩৩৯      ৩৭.৬৬

বাসস/এএসজি/এএমটি/১৫২৫/স্বব