বাসস ক্রীড়া-২ : সর্বোচ্চ উইকেট শিকারী হলেন সাকিব

154

বাসস ক্রীড়া-২

ক্রিকেট-বিপিএল

সর্বোচ্চ উইকেট শিকারী হলেন সাকিব

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ১৫ ম্যাচে ২৩ উইকেট শিকার করেছেন তিনি। ২২ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে যৌথভাবে রয়েছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ, রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ঢাকার পেসার রুবেল হোসেন।

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :

খেলোয়াড়              ম্যাচ        ইনিংস    ওভার     রান         উইকেট

সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস)        ১৫          ১৫          ৫৬.০     ৪০৬       ২৩

তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স)    ১২           ১২           ৩৭.১      ৩১৮      ২২

মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স)            ১৪           ১৪           ৫৫.০      ৩৮৭      ২২

রুবেল হোসেন (ঢাকা ডায়নামাইটস)                ১৫          ১৫          ৫২.৪       ৪০৭        ২২

মোহাম্মদ সাইফউদ্দিন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)               ১৩          ১৩          ৪৬.০     ৩৫৬      ২০

বাসস/এএসজি/এএমটি/১৫২০/স্বব