বাজিস-৪ : পিরোজপুরে রেজিষ্ট্রি অফিসের অর্ধশত কোটি টাকার রাজস্ব আদায়

139

বাজিস-৪
পিরোজপুর-রাজস্ব আয়
পিরোজপুরে রেজিষ্ট্রি অফিসের অর্ধশত কোটি টাকার রাজস্ব আদায়
পিরোজপুর, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ফিরোজপুের সদ্য সমাপ্ত অর্থবছরে রেজিষ্ট্রি অফিসের বিভিন্ন খাতসমূহ হতে রেকর্ড পরিমান রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। জেলার ৭ উপজেলার ৭টি সাব রেজিষ্ট্রি অফিস থেকে ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৯ কোটি ৩৮ লক্ষ ৮১ হাজার টাকা আদায় হয়েছে। এ সময় দলিল রেজিষ্ট্রি করা হয়েছে ২২ হাজার। জানুয়ারি ২০১৮ মাসে ১৭৫৯ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৩ কোটি ৮৩ লক্ষ ৬৬ হাজার ৪শত ৫০ টাকা। অনরুপভাবে ফেব্রুরয়ারি ২০১৮ মাসে ১৬৭০ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৩ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার টাকা, মার্চে ২০৬৫ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৪ কোটি ৬২ লক্ষ ৭৫ হাজার টাকা, এপ্রিল মাসে ২১৮৯ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৪ কোটি ৮৯ লক্ষ ৭৩ হাজার টাকা, মে মাসে ১৮৮৫ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৪ কোটি ৩২ লক্ষ ৬০ হাজার টাকা, জুন মাসে ১৪৫২ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৩ কোটি ১৩ লক্ষ ৯৭ হাজার টাকা, জুলাই মাসে ২০৬৮ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৪ কোটি ৭৯ লক্ষ ৭৪ হাজার, আগস্ট মাসে ১৭৬৩ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৪ কোটি ১৬ লক্ষ ৫৩ হাজার টাকা, সেপ্টেম্বর মাসে ১৮০৫ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৪ কোটি ১৭ লক্ষ টাকা, অক্টোবর মাসে ১৯০৪ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৪ কোটি ১৬ লক্ষ ৮৯ হাজার টাকা, নভেম্বরে মাসে ১৬৮৫ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৩ কোটি ৭২ লক্ষ ৭৯ হাজার টাকা এবং ডিসেম্বর মাসে ১৭৫৫ দলিল রেজিষ্ট্রি করে আয় হয় ৩ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা।
পিরোজপুর জেলা রেজিষ্ট্রি অফিসের একটি সূত্র জানায়, জেলার প্রতিটি সাব রেজিষ্ট্রি অফিসে সেবা গ্রহীতাদের হয়রানীমুক্ত পরিবেশে সর্বোচ্চ সেবা প্রদান করা হয়ে থাকে। চলতি অর্থ বছরেই মঠবাড়িয়া এবং ইন্দুরকানীতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাব রেজিষ্ট্রি অফিস ভবন নির্মাণ কাজ শেষ হবে। রাজস্ব আয় বৃদ্ধির কারণ জানতে চাইলে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক পান্না লাল রায় জানান দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকা, মাথাপিছু আয় বৃদ্ধি মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় জমি ক্রয়- বিক্রয়ের পরিমান বেড়েছে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২৫০/নূসী