বাসস ক্রীড়া-১৩ : স্থানীদের মধ্যে সেরা ইনিংস তামিমের

552

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বিপিএল
স্থানীদের মধ্যে সেরা ইনিংস তামিমের
ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অপরাজিত ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল। টি-২০ ক্যারিয়ারে এটিই তার সেরা ইনিংস। সেই সাথে বিপিএলের ইতিহাসে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানেরও রেকর্ড গড়লো তামিম।
তামিমের আগে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি গড়েছিলেন সাব্বির রহমান। ২০১৬ সালে বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের ইনিংস খেলেছিলেন রাজশাহী কিংসের সাব্বির।
তবে মাত্র ৬ রানের জন্য বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়তে পারেননি তামিম। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি খেলেছেন রংপুর রাইডার্সের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ক্রিস গেইল। ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৯ বলে অপরাজিত ১৪৬ রান করেন গেইল। আর আজ তামিমের ইনিংসটি ছিলো অপরাজিত ১৪১ রানের। ১০টি চার ও ১১টি ছক্কায় ৬১ বলে নিজের বিধ্বংসী ইনিংসটি সাজান তামিম।
বাসস/এএসজি/এএমটি/২১৪০/স্বব