বাসস দেশ-২১ : ইরানের ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে ঢাকায় আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু

291

বাসস দেশ-২১
ইরান-বিপ্লব-প্রদর্শনী
ইরানের ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে ঢাকায় আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু
ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ইরানের ইসলামি বিপ্লবের গৌরবোজ্জ্বল ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে ঢাকায় ৫ দিনব্যাপী আলোকচিত্র ও ইরানি চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
আজ বিকেল বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘ইরানের ইসলামি বিপ্লবের ৪০ বছর : অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা এবং ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও ইরানি চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ মুরাদ হাসান এমপি।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেযা নাফার ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা তৌকির আহমেদ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. আবদুল মজিদ।
সভায় বক্তাগণ বলেন, ইরানের ইসলামি বিপ্লব আজ ৪০ বছর অতিক্রম করতে চলেছে। বিপ্লবের এই চার দশকে দেশটি নিষেধাজ্ঞা, অবরোধসহ নানা রকম সংকট উপেক্ষা করে উন্নয়নের পথে এগিয়ে চলেছে দূর্বার গতিতে। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, শিল্প, সংস্কৃতি, কৃষি, প্রতিরক্ষা এবং শহর ও গ্রামে নাগরিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির উন্নয়ন-অগ্রগতি আজ চোখে পড়ার মতো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক রাসূল মোল্লাঘোলিপুর এর ‘এম ফর মাদার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
বাসস/সবি/এমএআর/২০৪৮/এইচএন