বাসস দেশ-১২ : বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সভা শুরু

132

বাসস দেশ-১২
যুব ফেডারেশন -সভা
বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সভা শুরু
ঢাকা , ৮ ফেব্রুয়ারি , ২০১৯ (বাসস ) : বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের দুদিনব্যাপী এশিয়া প্যাসিফিক সভা আজ রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে।
বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের সহ-সভাপতি কল্পনা মধুভাষিণীর সভাপতিত্বে সভায় অংশ নিচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাতটি দেশের ২০টি সংগঠনের ৩৬ জন প্রতিনিধি। সভায় এই অঞ্চলের ছাত্র-যুবদের সমস্যা-সংকটসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় বাংলাদেশ যুব ইউনিয়ন সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এবং স্বাগতিক দেশের রাজনৈতিক রিপোর্ট পড়েন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ।
সভায় আলোচনা করেন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অংকুশ গার্গ, অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশনের প্রতিনিধি গিরিশ পান্ডে, থিরুমালা রামান, ডেমাক্রেটিক ইয়ুথ ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়নদীপ মিত্র, ইয়ুথ নেপাল ফেডারেশন সভাপতি এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের সমন্বয়ক সুন্দর বসাল, অল ইন্ডিয়া ন্যাশনাল ফ্রি স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক আরতী লামা, লাওস ইয়ুথ ইউনিয়নের সম্পাদক সোমকিও কিংজাদা, ভিয়েতনামের হো চি মিন ইয়ুথ ইউনিয়নের প্রতিনিধি ত্রাণ বাও সন, শ্রীলংকা ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্ট এর নেতা আয়ুস রতœায়েক, ফ্রিডম পার্টি ইয়ুথ ফেডারেশনের প্রতিনিধি গ্যানগোডা জয়বর্ধনে, এমইপি নেতা দুশানান্থ মশ্বেশিপ্রিয়, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন এবং আন্তর্জাতিক সম্পাদক মনীষা চক্রবর্তী প্রমুখ।
সভায় শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ, বেকারত্ব এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার আহ্বান জানানো হয়।
দুইদিনের কর্মসূচির শেষ দিন আগামীকাল প্রতিনিধিদল সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যাবেন এবং বিকেল তিনটায় বাংলাদেশ যুব ইউনিয়ন আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবে।
বাসস/সবি/কেসি /১৬৫০/এমএবি