বাসস দেশ-৩১ : দক্ষ মানব সম্পদ ও বিনোদনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকার বদ্ধপরিকর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

312

বাসস দেশ-৩১
নির্বাচনী-ইশতেহার
দক্ষ মানব সম্পদ ও বিনোদনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকার বদ্ধপরিকর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, মান সম্মত শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সুস্থ বিনোদনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সিংহভাগ জুড়েই ছিল তরুণ সমাজ ও যুব সমাজের উন্নয়ন।
আজ সচিবালয়ের মন্ত্রণালয়ের সভা কক্ষে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ আহসান রাসেল বলেন, জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব সমাজ যা প্রায় ৫ কোটি ৩০ লাখ। তাদের কর্মসংস্থান সৃষ্টি এবং একটি দক্ষ জনসম্পদ তথা মানব সম্পদ তৈরির ঘোষণা রয়েছে ।
তিনি সংশ্লিষ্ট সবাইকে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুজ্জামান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/তবি/এমএআর/২০২৮/এএএ