বাসস ক্রীড়া-৮ : দ্বিতীয়বারের মত বিপিএলের শিরোপা জিততে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স

121

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বিপিএল
দ্বিতীয়বারের মত বিপিএলের শিরোপা জিততে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিততে আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স-আপ ঢাকা ডায়নামাইস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে একবার করে বিপিএলের শিরোপা জয় করে ঢাকা ও কুমিল্লা।
২০১৫-১৬ মৌসুমে প্রথমবারের মত বিপিএলের শিরোপা জয় করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের ফাইনালে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান করে বরিশাল। জবাবে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় তুলে নেয় কুমিল্লা। ২৮ বলে অনবদ্য ৩৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কুমিল্লার অলোক কাপালি।
কুমিল্লার শিরোপা জয়ের পরের আসরেই চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস। ফাইনালে প্রতিদ্বন্দি হিসেবে রাজশাহী কিংসকে পায় ঢাকা। টস হেরে প্রথমে ফিল্ডিং বেছে নেয় রাজশাহী। ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান করে ঢাকা। জবাবে ঢাকার বোলিং তোপে ১০৩ রানে গুটিয়ে যায় রাজশাহী। এতে ৫৬ রানে ফাইনাল জিতে নেয় ঢাকা।
বিপিএলের রোল অব অনার :
সাল চ্যাম্পিয়ন রানার্স-আপ ফাইনালের ফল
২০১২ ঢাকা গ্লাডিয়েটর্স বরিশাল বার্নস ঢাকা গ্লাডিয়েটর্স ৮ উইকেটে জয়ী।
২০১২-১৩ ঢাকা গ্লাডিয়েটর্স চিটাগং কিংস ঢাকা গ্লাডিয়েটর্স ৪৩ রানে জয়ী
২০১৫-১৬ কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ উইকেটে জয়ী বরিশাল বুলস
২০১৬-১৭ ঢাকা ডায়নামাইটস ঢাকা ডায়নামাইটস ৫৬ রানে জয়ী রাজশাহী কিংস
২০১৭-১৮ রংপুর রাইডার্স রংপুর রাইডার্স ৫৭ রানে জয়ী ঢাকা ডায়নামাইটস
বাসস/এএসজি/এএমটি/১৭৪০/স্বব