এয়ারবাসের সাথে ক্রয় অর্ডার বাতিলের কথা নিশ্চিত করল কান্টাস

302

সিডনি, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়ান পতাকাবাহী এয়ারলাইন্স কান্টাস বৃহস্পতিবার এয়ারবাসের সাথে করা আটটি এ৩৮০ ক্রয় অর্ডার বাতিলের কথা নিশ্চিত করেছে। ইউরোপীয় বিমান কোম্পানী এয়ারবাসের জন্যে একে সর্বশেষ ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সিডনি ভিত্তিক কান্টাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা নতুন বিমান কেনার পরিবর্তে বিদ্যমান ১২টি এয়ারবাসকে মেরামত ও সংস্কার করবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কান্টাসের এক মুখপাত্র জানিয়েছেন, ‘বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আলোচনার পর কান্টাস তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তারা অতিরিক্ত আটটি এ৩৮০ এয়ারবাস নেবে না। ২০০৬ সালে এই অর্ডার দেয়া হয়েছিল।’
এ৩৮০ কর্মসূচি নিয়ে বেকায়দায় থাকা এয়ারবাসের জন্যে একে সর্বশেষ ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।