জাপানে সাংবাদিককে ইয়েমেনে যেতে বাধা

206

টোকিও, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : জাপান সরকার একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার সাংবাদিককে তার পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে। তিনি সংবাদ সংগ্রহের জন্য ইয়েমেন যাচ্ছিলেন।
গত বছর সিরিয়ায় একজন জাপানি সাংবাদিককে আটক ও মুক্তির পর যুদ্ধাঞ্চলে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের যেতে বাধা দেয়া উচিৎ কিনা এমন বিতর্কের মধ্যেই এই ঘটনা ঘটল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওই সাংবাদিকের নাম কোসুকে সুনেওকা (৪৯)। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, গত ২ ফেব্রুয়ারি টোকিও’র হানেদা বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে বাধা দেন। তারা তাকে তার পাসপোর্ট জমা দেয়ার নির্দেশের কথা জানান।
মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বলেন, সরকার হানেদা বিমানবন্দরে ‘এক পুরুষ জাপানী নাগরিকের’ পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ জারি করে।
তিনি বলেন, ‘যেসব সাংবাদিক বিপজ্জনক স্থানে ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি।’
তিনি বিস্তারিত কিছু জানতে অস্বীকৃতি জানান।
সুনেওকা কাতার ও সুদান হয়ে ইয়েমেনের উদ্দেশে রওয়ানা দিচ্ছিলেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য সুনেওকাকে পাওয়া যায়নি।
এর আগে সুনেওকা বলেছিলেন, তার ইয়েমেনে মানবিক ও ত্রাণ কর্মসূচির খবর সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।