বাসস দেশ-২৪ : রাজধানীতে ৪টি ড্রিংকিং ওয়াটার কারখানার যন্ত্রপাতি ধ্বংস

175

বাসস দেশ-২৪
বিএসটিআই-অভিযান
রাজধানীতে ৪টি ড্রিংকিং ওয়াটার কারখানার যন্ত্রপাতি ধ্বংস
ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বিএসটিআই’র অনুমোদন ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি উত্তোলন এবং নি¤œমানের জারে বাজারজাত করার অপরাধে প্রায় দুই হাজার জার এবং চারটি ড্রিংকিং ওয়াটার কারখানার যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে।
বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের সদস্যরা আজ রাজধানীর হাজারীবাগ, রায়ের বাজার, বসিলা, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, গৈদারটেক, দারুস সালম এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবৈধ এসব কারখানায় অভিযান পরিচালনা করে।
বিএসটিআই’র পরিচালক (সিএম) প্রকৌশলী এস. এম. ইসহাক আলী এ অভিযানে নেতৃত্ব দেন।
বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ অমান্য করে ড্রিংকিং ওয়াটার বাজারজাত করায় ঝাউচর, হাজারীবাগ এলাকার এস এম ফুড এন্ড বেভারেজ, রায়ের বাজার এলাকার আয়াত ড্রিংকিং ওয়াটার এবং গৈদারটেক এলাকার বর্ষবরণ ফুড এন্ড বেভারেজ ও নামবিহীন একটি প্রতিষ্ঠানসহ ৪টি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে জার ও যন্ত্রপাতি ধ্বংস করা হয়।
একইসাথে এসব প্রতিষ্ঠানসমূহের পানি উত্তোলনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এদিকে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে আজ ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই।
রাজধানীর খিলগাঁও এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে এ মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত ৫টি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স মিঠাই মিষ্টি ও মেসার্স ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ডিজিটাল স্কেলের বিএসটিআই’র ভেরিফিকেশন সার্টিফিকেট গ্রহণ না করায়, মেসার্স সেঞ্চুরী সুইট বেকারী এন্ড ক্যাফ পণ্যের প্যাকেটের গায়ে ওজন, মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি উল্লেখ না করায় এবং মেসার্স রেমন্ড ফেব্রিক্স কাপড় পরিমাপে মিটার সেন্টিমিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এছাড়া শাহজাহানপুর এলাকার মেসার্স খলিল মাংসের বিতান ডিজিটাল স্কেলের বিএসটিআই’র ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় ওজন ও পরিমাপ মানদ- আইন লঙ্ঘিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বাসস/সবি/এফএইচ/১৯৪০/এএএ