বাসস ক্রীড়া-১৫ : আগামী জুনের নির্বাচনে ফিফার একমাত্র সভাপতি পদপ্রার্থী ইনফান্তিনো

177

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-ফিফা-ইনফান্তিনো
আগামী জুনের নির্বাচনে ফিফার একমাত্র সভাপতি পদপ্রার্থী ইনফান্তিনো
লুসানে, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস/এএফপি) : দ্বিতীয়বারের মত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কর্যনির্বাহী কমিটির সভাপতি নিযুক্ত হতে যাচ্ছেন বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী জুনের নির্বাচনে তিনি একমাত্র সভাপতি প্রার্থী হয়েছেন বলে আজ ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফিফার দায়িত্ব গ্রহন করেছিলেন ৪৮ বছর বয়সী ইনফান্তিনো। নৈতিক স্খলনজনীত কারণে সেফ ব্লাটারের পদত্যাগের পর বিশ্ব ফুটবলের প্রধান কর্তার দায়িত্বটি গ্রহণ করেছিলেন তিনি। ব্লাটারের দুর্নীতি সংস্থাটির ভিত নাড়িয়ে দিয়েছিল।
নারী বিশ্বকাপ আয়োজনের আগে আগামী ৫ জুন প্যারিসে অনুষ্টিত হবে ফিফার নির্বাচন। ওই পদে ইনফান্তিনোর প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন টোটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রেমন ভেগা। কিন্তু ফিফার ২১১ সদস্যদেশের মধ্যে অন্তত ৫টি সমর্থন প্রয়োজন ছিল প্রার্থী হবার জন্য। যেটি আদায় করতে ব্যর্থ হন তিনি।
দায়িত্ব নিয়ে ৩২ দেশের অংশগ্রহণে আয়োজিত বিশ্বকাপের দল সংখ্যা ২০২৬ সাল থেকে ৪৮টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন ইনফান্তিনো। এর আগেই ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টেই দল বাড়ানোর সম্ভাব্যতা খুঁজে বেড়াচ্ছেন তিনি। মধ্যপ্রাচ্যের আসরে বাড়তি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আগামী মার্চের কার্যনির্বাহি কমিটির সভায়।
ব্লাটারের দক্ষিন হস্ত হিসেবে পরিচিত সাবেক উয়েফা সভাপতি মিসেল প্লাতিনি ২০২১ সাল থেকে ২৪টি ক্লাব নিয়ে বিশ্ব ক্লাব কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বর্তমান সভাপতি স্লোভানিয়ার আলেক্সান্দার সেফারিন প্লাতিনির ওই প্রস্তাবে সায় দেননি।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৫৫/স্বব