বাসস ক্রীড়া-১৪ : ফাইনালে উঠার লড়াইয়ে রংপুরের বিপক্ষে টস জিতে ফিল্ডিং-এ ঢাকা

157

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-বিপিএল
ফাইনালে উঠার লড়াইয়ে রংপুরের বিপক্ষে টস জিতে ফিল্ডিং-এ ঢাকা
ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে উঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্বান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি।
পয়েন্ট টেবিলের শীর্ষ দল হয়ে প্লে-অফে উঠে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে নেমে যা রংপুর। সেখানে খেলার সুযোগ পায় ঢাকা। একমাত্র এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলার যোগ্যতা অর্জন করে ঢাকা।
দল:
রংপুর রাইডার্স একাদশ : মাশরাফি, মিথুন, নাহিদুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, নাদিফ চৌধুরি, ক্রিস গেইল, রবি বোপারা, রিলি রুশো বেনি হাওয়েল।
ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব, নুরুল হাসান, রুবেল হোসেন, শুভাগতহোম, রনি তালুকদার, কাজি অনিক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনিল নারাইন, উপুল থারাঙ্গা।
বাসস/এএসজি/এএমটি/১৮২৫/স্বব