বাসস ক্রীড়া-১২ : টি-২০তে বড় ব্যবধানে হারের লজ্জা পেল ভারত

135

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-টি-২০
টি-২০তে বড় ব্যবধানে হারের লজ্জা পেল ভারত
ওয়েলিংটন, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৮০ রানে পরাজিত হয়েছে ভারত। সংক্ষিপ্ত ভার্সনে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা।
ওয়েলিংটনে টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার টিম সেইফার্টের ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। সেইফার্ট ৪৩ বলে দলের সর্বোচ্চ ৮৪ রান করেন। জবাবে ১৩৯ রানেই গুটিয়ে যায় ভারত। ফলে ৮০ রানের ব্যবধানে ম্যাচ হেরে বসে টিম ইন্ডিয়া। ছোট ফরম্যাটে এত বড় ব্যবধানে আগে কখনো হারেনি ভারত।
রান বিবেচনায় এর আগে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার ছিলো ৪৯ রানে। ২০১০ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হারের লজ্জা পেয়েছিল ভারত।
বাসস/এএসজি/এএমটি/১৭৫৫/স্বব