বাসস ক্রীড়া-১১ : কর ফাঁকি মামলায় হাজতবাস এড়াতে পারলেও জরিমানা গুণতে হচ্ছে মরিনহোকে

134

বাসস ক্রীড়া-১১
ফুটবল-স্পেন-মরিনহো-প্রতারণা
কর ফাঁকি মামলায় হাজতবাস এড়াতে পারলেও জরিমানা গুণতে হচ্ছে মরিনহোকে
মাদ্রিদ, ৬ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস/এএফপি) : কর ফাঁকি মামলায় ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহো স্প্যানিশ প্রসিকিউটরদের সঙ্গে আপোসরফা করে হাজতবাস এড়াতে পারলেও জরিমানা হিসেবে তাকে গুণতে হচ্ছে প্রায় দুই মিলয়ন ইউরো।
৫৬ বছর বয়সি এই পেশাদার কোচ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব পালনের সময় প্রতারনার মাধ্যমে কর ফাঁকি দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। ২০১১ ও ২০১২ সালে তিনি এই কর ফাঁকি দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন স্প্যানিশ প্রসিকিউশন।
প্রসিকিউটরদের সঙ্গে সম্পাদিত আপোস রফাটি দেখেছে বার্তা সংস্থা এএফপি। সেখানে দেখা যায় মরিনহো এক বছরের হাজতবাসের নির্দেশ ও ১৮২,৫০০ ইউরোর জরিমানার আদেশ মেনে নিয়েছেন।
পর্তুগীজ এই কোচকে অতিরিক্ত জরিমানা হিসেবে গুনতে হবে আরো ১.৯৮ মিলিয়ন ইউরো। ইতোমধ্যে ২০১৫ সালে প্রশাসনিক জরিমানা হিসেবে ১.১৪ মিলিয়ন ইউরো পরিশোধ করেছেন মরিনহো।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪০/স্বব